এ কে এম তুহেমঃ
শতভাগ রেজাল্ট করে শ্রেষ্টত্ব অর্জন করেছে বিশ্বনাথের আলহাজ্ব লেচু মিয়া স্কুল এন্ড কলেজ।
এসএসসি পরীক্ষায় ১৮টি এ+,২৩টি এ, ১২টি এ-, ৫টি বি গ্রেড নিয়ে মোট ৫৮ জন পরিক্ষার্থীর শতভাগ পাশ করেছে।
৩১ জুলাই সোমবার দুপুরে স্কুল হলরুমে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কে সংবর্ধনা প্রদান করে আলহাজ্ব লেচু মিয়া স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ।
সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুন এর পরিচালনায় কলেজ প্রিন্সিপাল ও উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ছাত্র আব্দুল কাইয়ুম আমান। ইসলামী সংগীত পরিবেশন করেন নবম শ্রেণির ছাত্রী মারিয়া আক্তার।
এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী ও শিক্ষার্থীদের অভিভাবকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন আলহাজ্ব লেচু মিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষক মোবারক হোসেন, আহমদ আলী আনছার, জাকির হোসেন, ফেরদৌস আহমদ মাসুদ, সুহেল আহমদ , ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ মিজানুর রহমান।
প্রিন্সিপাল ও উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান সভাপতির সমাপনী বক্তব্যের শুরুতে শতভাগ পাশের জন্য মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন, শিক্ষার্থীদের অভিভাবকদের আন্তরিক ধন্যবাদ জানান ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
এছাড়া একাদশ শ্রেণীতেন ভর্তিইচ্ছুক ছাত্র ছাত্রীদে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন প্রিন্সিপাল।
এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা স্মারক ও শিক্ষা সামগ্রী উপহার হিসেবে প্রদান করা হয়।