সাংবাদিকতা একটি সৎ, স্বচ্ছ ও ঝুঁকিপূর্ণ পেশা। একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় সংবাদ জগতকে। বর্তমান সময়ে সাংবাদিকতায় দূষ্টচক্রের পদচারণ বেশ লক্ষনিয়। সত্যের সাথে মিথ্যার সংঘর্ষ, সংমিশ্রণের প্রলেপ করে এই অধ্যায়টাকে মানুষের কাছে অপ্রিয় করে তুলার জন্য একশ্রেণী বড়ই ব্যস্থ। অনেকে সংবাদকর্মীগণকে দু-চোখের বালির ন্যায় দেখেন। তবে সব সংবাদকর্মীগণ কিংবা সব সাংবাদিক এক নয়। আমি বিশ্বাস করি এখনও মিথ্যার চেয়ে সত্যের পক্ষে মানুষের কাজ বেশি, সমর্থন বেশি। আমাদের এই পরিবার ও সত্যের পক্ষে জয়গান গাইবে। আমার চাওয়া আজ, সকল অপসংস্কৃতির উর্ধ্বে থেকে এই কাফেলার যাত্রা যেন চলমান থাকে নিরন্তর। সময়ের প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার হৃদয়ে লালন করে সবাইকে পাশে থাকার সবিনয় আকুতি জানাই।
এশিয়ান এক্সপ্রেস ২৪ ডটকম অনলাইন নিউজ পোর্টালের সাথে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। দেশ বিদেশে দূর্ণিবার হোক এশিয়ান এক্সপ্রেসের যাত্রা। পাশে আছি এই পরিবারে ইনশাআল্লাহ।
গোলাম শাহ নেওয়াজ শিবলু, যুক্তরাজ্য প্রবাসী