বৃক্ষ তোমার নাম কি, ফলেই পরিচয়। মানুষের সীমাদ্ধতার মাঝে কিছু করার নামই হচ্ছে স্বপ্নজয়। মসৃন পথে সবাই হাটতে পারে কিন্তু পিচ্ছিল পথে হাটা হচ্ছে সাহসিকতা। কারো সাধ্য আছে কিন্তু সাহসী উদ্যোগ বা কাজ করার উৎসাহ নেই, যোগ্যতা নেই কিংবা করার মত সঠিক পরিকল্পনা নেই। আবার অনেকের সাধ্য সামর্থ্য কোনটাই নেই কিন্তু সমাজ, রাষ্ট্র ও পরিবারের জন্য কিছু করার আগ্রহ দেখে অবাক হতে হয়। সামাজিক দায়বদ্ধতা থেকে রাষ্ট্রের উন্নয়ন করার জন্য নিরলস কাজ সবাই করতেও পারেনা নানা রকম বাধার কারণে। তবে যার যার অবস্থান থেকে দেশের জন্য নিজের জন্য কিছু না কিছু করতে পারলে দেশটা অনেক এগিয়ে যাবে। যাদের সাধ্য আছে তারা স্বপ্নদেখা মানুষের পাশে দাড়িয়ে সহযোগীতা করি। যারা প্রকৃত পক্ষে সমাজের জন্য কিছু করতে চায় তাদের পাশে দাড়াই হাতে হাত রেখে। তাহলে আমাদের জন্মানোটাই স্বার্থক হবে।
যাই হোক আমার অত্যান্ত প্রিয় ছোটভাই শায়েস্থা মিয়ার কথা আজ বলি। আমার জানা মতে সে শুন্য থেকে এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টিফোর ডটকম অনলাইন নিউজপোর্টাল নিয়ে পথ চলতে শুরু করেছে। এ পর্যন্ত অনেকদুর এগিয়েছে। সহযোগীতার জন্য অনেকের কাছে সাহায্যের হাত পেতেছে। হয়তো সবাই সাহায্য করেননি, কেউ কেউ করেছেন। তার স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে এ সমাজ থেকে সহযোগীতা পাওয়া আবশ্যক নতুবা সম্ভব নয়। “দশে মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ” কথার ন্যায় আমরা পারি তাকে সহযোগীতা করে একটু এগিয়ে নিয়ে যেতে। আমাদের একটু একটু সহযোগীতা তাকে প্রতিষ্ঠিত করে তুলবে আমি বিশ্বাস করি। আমার সাধ্যমত সহযোগীতা অব্যাহত থাকবে সবসময়।
এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টিফোর ডটকম অনলাইন নিউজপোর্টাল পরিবারের সাথে আমাকে যুক্ত করায় সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই । সম্মানিত পাঠক ও শুভাকাংখী সবার মঙ্গল কামনা করে আজ এপর্যন্ত। আল্লাহ হাফেজ।
গোলাম শাহ জামাল (বাবলু) যুক্তরাষ্ট্র প্রবাসী।