আব্দুল হালিম, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: আজ ৪জানুয়ারি(সোমবার) সকাল ৯ঘটিকায় সিলেটের বিশ্বনাথ উপজেলার ১নং লামাকাজী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দূর্লভপুর গ্রামের এল জি এস পি ৩-এর আওতাধীন মূল রাস্তার ১৪০মিটার রাস্তা স্হানীয় ইউনিয়ন চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া ও ৮নং ওয়ার্ডের মেম্বার নুরুজ্জামানের সহযোগিতায় পাকা(সিসি ঢালাই) করনের কাজের শুভ উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ডের মেম্বার মো নুরুজ্জামান , ইউনিয়ন বিএমপির যুব দল নেতা জাহাঙ্গীর আলম,যুবদল নেতা আখতার হোসেন,দূর্লভপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী, সোনা উল্লাহ,সিদ্দেক আলী,কালা মিয়া,আব্দুল হালিম,আব্দুল কাহার,মনতাজ আলী,ইসলাম উদ্দীন,নোমান চৌধুরী,লুৎফুর রহমান প্রমুখ।