সমুজ আহমদ সায়মন বিশ্বনাথ (সিলেট) থেকেঃ সিলেটের বিশ্বনাথের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জামেয়া ইসলামিয়া এলাহাবাদ আলীম মাদ্রাসার প্রস্তাবিত নতুন ভবন নির্মান কাজ শুরু হওয়ায় সিলেট ২ ( বিশ্বনাথ ও ওসমানী নগর) আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোকাব্বির খাঁনকে অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসীসহ মাদ্রাসা কতৃপক্ষ।
এক অভিনন্দন বার্তায় সংসদ সদস্য সহ উক্ত প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকল, যাদের ঐকান্তিক প্রচেষ্টা ও শ্রমের বিনিময়ে আজ প্রস্তাবিত স্থানে নতুন ভবন নির্মাণের লক্ষ্যে কাজ শুরু হয়েছে মর্মে সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ ও আগামীতে এই প্রতিষ্ঠানের সকল উন্নতি ও অগ্রগতিতে সাংসদ সহ এলাকাবাসীর সকলের সার্বিক সহযোগীতা কামনা করা হয়।