মির্জা মাহামুদ হোসেন রন্টু নড়াইল :নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফী বিন মোর্ত্তজার পক্ষ থেকে পথচারী ও ছিন্নমূল শিশুদের মাঝে ইফতারি বিতরণ করেছে নড়াইল জেলা ছাত্রলীগ। শুক্রবার (৩০ এপ্রিল) বিকাল ৬টায় নড়াইল জেলা আওয়ামীলীগ কার্যালয়ে ২৫০ জন রোজাদারের মাঝে ইফতারি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেন আলম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশ, সহ-সভাপতি মাহাবুব রহমান, মিঠুন বিশ্বাস রাজু, সন্দীপ মজুমদার, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূঁইয়া , সাধারণ সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টু, পৌর ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক রেজোয়ান মোল্ল্যা, স্কুল বিষয়ক সম্পাদক আল আমিন মোল্লা প্রমুখ।
সিদ্ধার্থ সিংহ পল্টু বলেন , করোনা কালীন সঙ্কটে ছাত্রলীগ সব সময় মাঠে ছিল ও থাকবে । তারই ধারাবাহিকতায় আজ নড়াইলের কৃতিসন্তান, বাংলাদেশের গর্ব মাশরাফী বিন মোর্ত্তজা এমপির পক্ষ থেকে আমরা ছিন্নমূল শিশু ও পথচারীদের মাঝে ইফতারি বিতরণ করছি।