সাজ্জাদুর রহমান, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা এতিম শিশুদের নিয়ে অনেক আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে কেক কেটে নিজ ছেলে রায়হান ভুঞার ৮ম তম জন্মদিন পালন করেছেন।
গতকাল শুক্রবার (১৮ জুন) সন্ধ্যায় পাঁচবিবি উপজেলার হাজরাপুর বাংলাহোপ এতিমখানায় জন্মদিনের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক অত্র এতিমখানার এক শিক্ষার্থী বলেন, “জন্মের পর থেকেই আমরা বাবা-মাকে দেখিনি, আদর ভালোবাসাও পাইনি। আর জন্মদিন পালন তো আমাদের কাছে স্বপ্নের মত। পুলিশ সুপার স্যার যে তাঁর একমাত্র আদরের ছেলের জন্মদিন আমাদের মত অনাথ ছেলেমেয়েদের সাথে নিয়ে এখানে এসে উদযাপন করেন, তাতে আমরা সবাই অনেক খুশি এবং আমাদের অনেক ভালো লাগলো। আমরা সবসময় তাদের জন্য দোয়া করি।
জয়পুরহাটের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা জানান, আমার একমাত্র আদরের ছেলে রায়হান ভুঞার জন্মদিন তো শহরের কোনো রেস্তোঁরায় বা কমিউনিটি সেন্টারে ঢাকঢোল বাজিয়ে করতে পারতাম। কিন্ত তা না করে আমার ছেলের জন্মদিন বাংলাহোপ এতিম খানার প্রায় তিন শতাধিক অনাথ ও অসহায় ছাত্রছাত্রীদের সাথে আনন্দ উল্লাসের সঙ্গে ভাগাভাগি করে পালন করলাম।
জন্মদিনের অনুষ্ঠান শেষে এতিমখানার ছাত্রছাত্রীরা পুলিশ সুপারের ছেলেকে নিয়ে লেখা জন্মদিনের একটি গান সমবেত কন্ঠে পরিবেশন করেন।
এসময় পুলিশ সুপারের স্ত্রী ডাঃ রেবেকা শারমিন, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, সিনিয়র সহকারি পুলিশ সুপার (সার্কেল) ইসতিয়াক আলম, পাঁচবিবি থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব, এতিমখানার নির্বাহী পরিচালক সুচিত্রা সরেন ও অধ্যক্ষ সঞ্জয় কিসকু সহ বিভিন্ন গুনীজনেরা সেখানে উপস্থিত ছিলেন।