আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা প্রতিনিধিঃ অনাবাদি জমিতে বিষমুক্ত সবজি চাষে বিশেষ অবদান রাখার জন্য, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ এর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট আল মাহমুদ পলাশকে, জননেত্রী শেখ হাসিনা সন্মাননা-২০২০পদক প্রদান করায়, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ আইনজীবী সহকারী প্রাতিষ্ঠানিক শাখা সাতক্ষীরা জেলার উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সংগঠনের সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার ( ১৫ অক্টোবর-২০২০) বিকাল ৫টায় দলের অস্থায়ী কার্যালয়ে,
মনোরঞ্জন বন্ধ্যপধ্যায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল বাশারের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ এর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট আল মাহমুদ পলাশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সাতক্ষীরা জেলা যুগ্ন-সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান ও আসাদুজ্জামান লাবলু, আইনজীবী প্রতিষ্ঠানিক শাখার সাংগঠনিক সম্পাদক এড. সুনীল ঘোষ,
বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোছাক সরদার, আইনজীবী সহকারী প্রাতিষ্ঠানিক শাখার উপদেষ্টা আওয়ামীলীগ নেতা কাজি শাহাদাৎ হোসেন মাসুম, শিল্পী প্রাতিষ্ঠানিক শাখা সভাপতি বেলাল হোসেন, আইনজীবী সহকারী সহ-সভাপতি শাহাদাত হোসেন, ধর্ম সম্পাদক রহমত আলী, সহ-সাংগঠনিক সম্পাদক শাহাজান কবির ও রবিউল ইসলাম, পৌর সহ-সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর দপ্তর সম্পাদক আবু রায়হান, সাংস্কৃতিক সম্পাদক খুকু মনি, মনিরা সুলতানা, রুহুল আমিন, আলমগীর হোসেন প্রমুখ।
এসময় করোনা মহামারী মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত কর্মসূচিসূমহ পালন করবার জন্য সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়ে এডভোকেট আল মাহমুদ পলাশ বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার ক্ষুদা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছে।
তাই বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের প্রত্যেক নেতাকর্মিরা সরকারের গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে তৃণমুল পর্যায়ে স্বউদ্যোগে কার্যক্রম করে যেতে হবে।
তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে উঠবে।