মোহাম্মদ সায়েস্তা মিয়া (গদ্য কাব্য)
জ্যৈষ্ঠের খরতাপের মৃত্যু হয় তখন,
যখন আমার মন আনন্দের গান গায়।
হেলাল হাফিজের পুংক্তি গায়,
অথবা আল মাহমুদের কাব্যস্তুতি।
অমাবস্যাহীন চাঁদ খেলে আকাশে তখন,
যখন আমি শাপলা কিংবা রজনীর ঘ্রাণ শুকি,
অথবা জলবালিকার খোপায় গুজে দেই রক্তজবা।
পাপের খাতা জংগলে হয় লাশ,
যদি তোমার ছিনায় একবার মাথা পায় ঠাই।
রবিটা ক্ষ্যাপে ওঠে, সকালটা গর্জে ওঠে,
বলে ভাঙ্গো দোসরহাত সাম্যের ঘন্টা বাজাও।
তালগাছে আজও বাবুর মিতালী আছে,
আজও আছে পদ্মা, মেঘনা, সুরমা,
আমার হৃদয়টাও আছে উৎফুল্ল
তোমাকে একমুঠো প্রেম দেবো।
তোমার হাতটা ধরতে দিও।
তুমি আমার চোখে স্বপ্ন দেখো,
কতশত কবুতর ওড়ে, কত শান্তি এ আকাশে,
কত স্বপ্ন চোখের পাতায়,
কত এগিয়েছে এ বাংলার মাটি।