এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
১৮.০৭.২০২৩ মঙ্গলবার
এক দফা বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রাম জেলা বিএনপির আয়োজনে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১১টায় কুড়িগ্রাম জেলা বিএনপি আয়োজিত এন আর প্লাজার সামনে জেলা বিএনপির সভাপতি তাসবি উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসাইন কায়কোবাদ, সহ-সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু,যুগ্ন সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল, জেলা যুবদলের সভাপতি রায়হান কবির, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবদুল্লাহ আরমান, জেলা ছাত্রদলের সভাপতি, কৃষক দলের আহ্বায়ক সহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে পদযাত্রা নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক পথিকৃণ শেষে দলীয় কার্যালয়ে শেষ হয়।