নড়াইল প্রতিনিধি ঃ
প্রতিটি মানুষের স্বপ্ন থাকে। কিন্তু স্বপ্নের পথে পা বাড়ালেই একের পর এক আসতে থাকে প্রতিবন্ধকতা। যে ব্যক্তি এসব প্রতিবন্ধকতা টপকে এগিয়ে যাবেন তিনিই হবেন সফল। আজ এমনই একজন সমাজ সেবক নিয়ে কথা বলব। যিনি অনেক বাধা ও প্রতিবন্ধকতা টপকে একজন সফল ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত। তিনি আর কেউ নন , তিনি হলেন নড়াইল সদর উপজেলা ১৩নং মুলিয়া ইউনিয়নের নিরঅহংকারী, সৎ নিষ্ঠাবান ও জনপ্রিয় পাঁচ বারের নির্বাচিত চেয়ারম্যান রবীন্দ্রনাথ অধিকারি। অতি সাধারণ জীবন যাপন ও পরোপকারি হিসেবে সাধারন থেকে অতি সাধারন মানুষের ভালবাসা ও আস্থার প্রতীক হয়ে উঠছেন তিনি।
নিরঅহংকারী এই মানুষটি (রবীন্দ্রনাথ) লুঙ্গি পরে বাই সাইকেল চালিয়ে সকাল থেকে রাত পর্যন্ত এলাকার মানুষের সুখ ও দুঃখের খোজখবর নেন। ইউনিয়ন পরিষদের শুধু সরকারি বরাদ্দই নয় নিজের ঘরের ধান চাল দিয়ে তিনি অসহায় দুঃখী মানুষের সেবা করে যাচ্ছেন। দীর্ঘকাল জনপ্রতিনিধি হয়েও তিনি নিজেকে সাধারন কৃষক হিসেবে পরিচয় দিতে পছন্দ করেন।নিজের কৃষি জমিতে কাজ করা,জলাশয় থেকে মাছ ধরা সকল কাজেই তিনি পটু। জনপ্রতিনিধি হিসেবে সমাজ সেবার শুরু ৭০ এর দশকে মুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য(মেম্বার) নির্বাচিত হওয়ার মাধ্যমে। এর পর সাধারন মানুষের ভালবাসায় তিনি মুলিয়া ইউনিয়নের পাঁচ বারের নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে কাজ করে চলছেন।
ছাত্র জীবন থেকেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশের রাজনীতি সঙ্গে সম্পৃক্ত। তিনি ছাত্রজীবন থেকেই রাজনীতির মাঠে আছেন, মুলিয়া ইউনিয়নের সকল শ্রেণি পেশার মানুষের ভালবাসায় আজ সফল একজন চেয়ারম্যান।এলাকার গরীব দুঃখী মানুষের পাশে থেকে তিনি সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সর্বোপরি গরীব মেহনতী মানুষের প্রকৃত জনদরদী হিসেবে তিনি এলাকায় ব্যাপক পরিচিত ও জনপ্রিয়তা লাভ করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, পারিবারিক ঐতিহ্য অনুযায়ী ছোট বেলা থেকেই একজন সহজ-সরল-সৎ মনের অধিকারী ও মেধাবী মানুষ। যার ফলে ইউনিয়নবাসী বার বার তাকে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। এলাকার উন্নয়ন,সামাজিক ও মানবিক সেবার অনন্য উদ্যোগ তাকে একজন মানবদরদী ও মহতী মানুষের উচ্চতায় অধিষ্ঠিত করেছে। গরীব দু:খী মানুষের মাঝে বয়স্কভাতা, বিধবাভাতা সঠিকভাবে বিতরণ করেছেন।এমনকি প্রয়োজনে নিজের ঘর থেকেও ধান চাল দিয়ে মানুষের সাহায্য করছেন।
ইউনিয়নের বিভিন্ন এলাকার সাধারন খেটে খাওয়া নারী পুরুষের সাথে লোকজনের সাথে কথা বলে জানা যায়, মুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ অধিকারি একজন ভালো মনের মানুষ। তাঁর মাঝে নেই কোনো অহংকার। লুঙ্গি স্যান্ডেল পরে বাই সাইকেল চালিয়ে এলাকায় ঘুরে বেড়ান মানুষের উপকার করার চেষ্টা করেন।
পাঁচ বারের নির্বাচিত মুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ অধিকারির কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,মানুষের সঙ্গে মেলামেশা করা ও মানুষের উপকার করা আমার নেশা।আমার কোন লোভ,উচ্চাংখা নেই। সাধারন মানুষের মতোই সাধারন জীবন যাপনে আমার আনন্দ লাগে।বাকী জীবনটা এ ভাবেই জনসেবা করে যেতে চাই।