মোঃ মনিরুল ইসলাম,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানা এলাকায় বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বিভিন্ন পেঁয়াজের দোকানে অভিযান পরিচালনা করে, নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রয় করায় এবং পেঁয়াজ মজুদ করার দায়ে ১০টি দোকানের মালিককে আটক করে র্যাব-১২। পরবর্তীতে আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট থানার সহকারী পরিচালক মোঃ মাসুদ আহম্মেদ (জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর) এর নিকট হাজির করা হলে, ভ্রাম্যমাণ আদালতে ১০টি দোকনের মালিককে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৮,৪৫ এবং ৫১ ধারায় সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১২ সদর কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) মোঃ এরশাদুর রহমান।
Leave a Reply