এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ– কুড়িগ্রামের উলিপুর পৌরসভার উদ্যোগে পবিত্র ইদুল ফিতর উপলক্ষে ভিজিএফ বরাদ্দ থেকে ৩ হাজার ৮১ পরিবারের মাঝে ৪৫০ টাকা করে নগদ অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৮ মে)বেলা ১২ টায় পৌরসভা চত্বরে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ২৭ কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নূর-এ- জান্নাত রুমি,পৌর মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠুসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ।