জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:- কুড়িগ্রামের উলিপুরে এক মাদক ব্যবসায়ীসহ ৬ জুয়াড়ীকে আটক করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তবকপুর ইউনিয়নের দক্ষিণ সাদুল্লাহ আর্দশ বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০০গ্রাম গাঁজাসহ শংকর চন্দ্র রায়কে আটক করা হয়। এসময় তার কাছ থেকে মাদক বিক্রির ২২৬০টাকা উদ্ধার করা হয়। আটক মাদক ব্যবসায়ী শংকর চন্দ্র দক্ষিণ উমানন্দ বংশী পাড়া এলাকার মৃত- বিদ্যাধর চন্দ্র রায়ের পুত্র।
অপরদিকে শুক্রবার রাতে থানা পুলিশের আরেকটি অভিযানে বুড়াবুড়ি ইউনিয়নের ফকির মোহাম্মদ শিমুলতলা এলাকায় অভিযান চালিয়ে জনৈক মনতাজ আলীর বাড়ি থেকে জুয়া খেলার অপরাধে আসাদুল ইসলাম(২৮), সিরাজুল ইসলাম(২৮), মঞ্জু মিয়া(২৫),ওবায়দুল ওরফে মুন্সি(২৬),এরশাদ আলী(২৭) ও ইউনুছ আলী(৪০) নামের ৬ জুয়াড়ীকে আটক করে পুলিশ।
শনিবার দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।