কুড়িগ্রাম প্রতিনিধিঃ-
০৭.০৪.২০২৪ রবিবার
রবিবার দুপুরে উপজেলার বিভিন্ন নগুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন ওসি গোলাম মর্তুজা।
জানা গেছে, উলিপুর থানার উদ্যোগে জনগণকে সচেতনতার পাশাপাশি উপজেলার বিভিন্ন পয়েন্ট, বাজার, মার্কেট, ব্যাংক-বীমা জনগণের নিরাপত্তা ও পুলিশীসেবা নিশ্চিতে থানা পুলিশের নম্বর সম্বলিত বিভিন্ স্টিকার লাগানো হয়।
উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন- অটোরিকসা, মোটরসাইকেলসহ চুরি ছিনতাই রোধ, দ্রুত পুলিশীসেবা ওননঞ জনগণের নিরাপত্তা নিশ্চিতে এই উদ্যোগ গ্রহন করা হয়েছে। ঈদকে সামনে রেখে পুলিশি টহল জোড়দার করা হয়েছে। এছাড়াও বিট ননপুলিশিং এর মাধ্যমে তাৎক্ষনিক সেবা দেয়া হচ্ছে। যেকোন প্রয়োজনে জনগণের পাশে থাকবে উলিপুর থানা পুলিশ।