জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:- কুড়িগ্রামের উলিপুরে ভূগর্ভস্থ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুটি ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত । দুপুরে উপজেলার ধামশ্রেণি ইউনিয়নের কাশিয়াগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেনে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম রাসেল।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়,ওই গ্রামের মৃত একাব্বর আলীর ছেলে মমিনুল ইসলাম (৩০) দীর্ঘদিন ধরে বাড়ির পার্শ্ববর্তী পুকুর থেকে দুইটি ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন।
অভিযোগ পাবার পর ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশসহ অভিযান পরিচালনা করেন।এসময় তিনি ঘটনাস্থল থেকে বালু উত্তোলনের দুইটি ড্রেজার (স্যালো) মেশিন জব্দ করা হয়।