এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
২০ জানুয়ারি শুক্রবার কুড়িগ্রামের উলিপুরে অটোরিক্সা চালক রফিকুল ইসলামের গলা কাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে অটোরিক্সা চালক রফিকুল ইসলাম (৩২) হোসেন, উলিপুর উপজেলার তেলীপাড়া গ্রামের মৃতঃ আবুল পুত্র। গতকাল দুপুর ১২ টার দিকে উপজেলার গুনাইগাছ আমিন মোড়ে “আশা এনজিও” থেকে লোনের ৫০,০০০/- ( পঞ্চাশ হাজার) টাকা উত্তোলন করতে বাড়িতে অটোরিকশা রেখে বাড়ী থেকে বের হয়ে যান। একই তারিখ বিকাল বিকেলে লোনের টাকা উত্তোলন করে তার স্ত্রীকে ফোন দিয়ে উলিপুর বাজারে ডেকে নেন। তখন তার স্ত্রী তার কাছ থেকে স্টিলের বাক্স কিনতে চাইলে, তিনি প্রতিবেশী মোঃ রফিকুল ইসলাম (৩৫), পিতা- মোঃ আলিফ উদ্দিন, রফিকুল ইসলাম এর স্ত্রীকে স্টিলের বাক্স কিনতে নিষেধ করেন। তারপর রফিকুল ইসলাম তার স্ত্রীকে সন্ধা অনুমান ০৬.০০ ঘটিকার সময় বাড়িতে পাঠিয়ে দিলে তার প্রতিবেশী মোঃ রফিকুল ইসলাম (৩৫), পিতা- মোঃ আলিফ উদ্দিনের সাথে চলে যায়। এই সময় তার নিকট একটি গরু বিক্রির ৫০০০০/- (পঞ্চাশ হাজার) টাকাসহ মোট ১,৩০,০০০/- (এক লাখ ত্রিশ হাজার) টাকা ছিল। তারপর সে আর বাড়িতে ফিরে আসে নাই। অতঃপর আজ সকাল অনুমান ০৫.০০ ঘটিকার সময় উলিপুর উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের ধরণীবাড়ী তেলী পাড়া গ্রামে জনৈক মৃত আবুল কালাম আজাদ বিডিআর এর পুকুরের পাড়ে কাঁচা রাস্তার উপর রফিকুল ইসলাম (৩২) এর গলা কাটা অবস্থায় মৃতদেহ স্থানীয় লোকজন পড়ে থাকতে দেখেন।