বিশ্বনাথ প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী ০১নং লামাকাজি ইউনিয়নের খাজাঞ্চি গাও গ্রামের কৃতিসন্তান উত্তর বিশ্বনাথ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল ওয়াহিদ খিজির ইন্তেকাল করেছেন।
তিনি গতকাল রাত ১৪/৭/২০২১ ইং রাত ৩.৩০ ঘটিকার সময় তাঁর নিজ গ্রামের বাড়িতে ইন্তেকাল করেন।
মরহুম আব্দুল ওয়াহিদ খিজিরের জানাজার নামাজ আজ বেলা ২ ঘটিকার সময় খাজাঞ্চী গাও ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে বলে মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে।
মরহুম আব্দুল ওয়াহিদ খিজিরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর হাতে গড়া অসংখ্য ছাত্র/ছাত্রী ও গুণগ্রাহী সমাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন ভাবে শোক প্রকাশের পাশাপাশি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।