ফারুক আহমদ, বিশ্বনাথ, সিলেটঃ সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার ‘উত্তর বিশ্বনাথ দ্বি পাক্ষিক উচ্চ বিদ্যালয়’র নতুন সভাপতি হিসাবে বিদ্যালয়ের আজীবন দাঁতা সদস্য গিয়াস উদ্দিন খান পংকি’কে চুড়ান্তভাবে মনোনিত করা হয়েছে।
সোমবার ৮ মার্চ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিংবডি ও ম্যানেজিং কমিটির প্রবিধানমালা ২০০৯” এর ৩৯(৫) ধারানুযায়ী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক তাকে সভাপতি হিসাবে মনোনিত করা হয়।
নতুন সভাপতি গিয়াস উদ্দিন খান পংকি মনোনিত হওয়ায় বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের স্বাস্হ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ১নং লামাকাজী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো: জহুরুল হোসেন জহিরের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি তার শুভেচ্ছা বার্তায় প্রাচীনতম বিদ্যাপিঠ উত্তর বিশ্বনাথ দ্বি পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট সবাই ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডকে ও অভিনন্দন জানান।