কবি এস.পি.সেবু (ভ্রাম্যমাণ প্রতিনিধি) :
সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার ৫ নং দৌলতপুর ইউনিয়নের ৬ নং ওর্য়াডে অবস্থিত ” উত্তর দৌলতপুর মদিনা জামে মসজিদ ” নামে বৃহৎ পরিসরে নতুন একটি জামে মসজিদের আত্মপ্রকাশ হয়েছে।
আজ ৪ জানুয়ারী নতুন এ মসজিদের ভিত্তি নির্ধারন, পুকুর খনন, সীমানা চিহৃিত করণ অনুষ্টান, মিলাদ, দোয়া ও তাবারক বিতরণের মাধ্যমে অনুষ্টিত হয়। এতে উপস্থিত ছিলেন উওর দৌলতপুরের প্রবীন মুরব্বি, যুবক ও দায়িত্বশীলবৃন্দ।
ইউপি সদস্য যুবনেতা আনোয়ার হোসেন ধন মিয়া, প্রবাসী জমির আলী, প্রবাসী শফিক মিয়া, দেলোয়ার হোসেন, লিটন মিয়া, লাল মিয়া, কুতুব উদ্দিন, আলা মিয়া, আজিজুল ইসলাম, সুজন মিয়া সহ অনেকে বক্তব্য রাখেন।
মোনাজাত পরিচালনা করেন দৌলতপুর দারুসুন্না দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাও সাহাব উদ্দীন (ত্রিপল এম এ)।
পুকুরের মাটিঁ কাটা উদ্ভোধন করেন এলাকার প্রবীন মুরব্বীদের মধ্যে আব্দুর রশিদ,গোলাম মোস্তফা, হাজী রফিজ আলী, প্রবাসী শফিক আলী।