বাবা সিদ্দিকির মতোই খুন হতে হবে যোগী আদিত্যনাথকে। ১০ দিনের মধ্যে তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা না দিলে তাঁকে হত্যা করা হবে। এমনই এক হুমকি পেলেন মুম্বই পুলিশ। গত ১২ অক্টোবর মহারাষ্টের প্রাক্তন বিধায়ক বাবা সিদ্দিকিকে গুলিতে ঝাঁজরা করে দেয় আততায়ীরা। পুলিশ সূত্রে প্রকাশ, শুধু বাবা নন, হত্যাকারীদের টার্গেটে ছিলেন সিদ্দিকির পুত্র বিধায়ক জিশান সিদ্দিকি ও। রীতিমতো কপাল জোরে রক্ষা পান তিনি। এবার খুনের হুমকি পেলেন যোগী আদিত্যনাথ। শনিবার (২ নভেম্বর ) সন্ধ্যায় এক অজানা নম্বর থেকে ফোন পায় মুম্বই পুলিশ ট্র্যাফিক কন্ট্রোল। সেখানে বলা হয়, বাবা সিদ্দিকির মতোই খুন করা হবে যোগীকে, তিনি ১০ দিনের মধ্যে ইস্তফা না দেন। ফোন পাওয়ার পরই নড়েচড়ে বসে পুলিশ। দ্রুত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। এদিকে যোগী আদিত্যনাথের নিরাপত্তা ও বাড়ানো হয়েছে।