বার্তা বিভাগ: ব্যবসা প্রশাসনের উপর মাস্টার্স ডিগ্রি সম্পূর্ণ করতে যুক্তরাজ্যে যাচ্ছেন এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টিফোর ডট কম’ সম্পাদক খালেদ আহমদ সুমন।
আজ ৮ই ফেব্রুয়ারী ২০২১ইং রাত ১১টা ১০ মিনিটের সময় তুর্কী এয়ারলাইনসের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করবেন।
তিনি যুক্তরাজ্যের University of the West of Scotland থেকে তার মাস্টার্স ডিগ্রিটি সম্পূর্ণ করবেন। এর আগে তিনি সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ২০১৯ সালে ইংরেজী সাহিত্যে অনার্স সম্পূর্ণ করেন। গ্রেজুয়েশন সম্পূর্ণ করার পরে তিনি সিলেটের পাঠানঠুলায় অবস্থিত “এম হোসেন স্কুল এন্ড কলেজে” ইংরেজী শিক্ষক হিসেবে চাকরি নেন। পরবর্তীতে তিনি সিলেটের দক্ষিণ সুরমায় অবস্থিত “গ্রীণ জেমস ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে” ইংরেজী শিক্ষক হিসেবে যোগদান করেন। পাশাপাশি তিনি এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টিফোর ডট কম এর সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।
বিশ্ববিদ্যালয় জীবন থেকে তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত হন। কাজ করেছেন সিলেট সাহিত্য ফোরামের শিক্ষা এবং সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে। সিলেটের বিভিন্ন পত্রিকার সাহিত্য পাতায় প্রকাশিত হয়েছে তাঁর লেখা কবিতা, ছোটগল্প ও প্রবন্ধ। বাংলাদেশ মানবাধিকার কমিশন, বিশ্বনাথ উপজেলা শাখার সদস্য হিসেবে টানা দুই মেয়াদে দ্বায়িত্ব পালন করেছেন এবং বিভিন্ন মানবাধিকার কর্মশালায় অংশগ্রহণ করেন। আমরা এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টিফোর ডট কম এর পক্ষ থেকে তাঁর জন্য দেশবাসীর কাছে দোআ কামনা করি।
সময় স্বল্পতার জন্য বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের সাথে দেখা কিংবা বলে যেতে পারেন নাই বলে দুঃখ প্রকাশ করে সকলের দোয়া কামনা করেছেন।