নিজস্ব প্রতিনিধিঃ
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এডভোকেট আলহাজ্ব মোঃ মাহবুবুল আলম শামীম ৪৫ দিন যুক্তরাষ্ট্রের সফর শেষে বাংলাদেশে আগমন উপলক্ষে গত কাল ৬ জুলাই মৌলভীবাজার জেলা সদর দিল্লি রেস্টুরেন্টে দুর্নীতি মুক্তকরণ ফোরামের সভাপতি জনাব এডভোকেট আলহাজ্ব মোঃ মাহবুবুল আলম শামীমের সভাপতিত্বে ও ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক মশাহিদ আহমদ এর সঞ্চালনায় সংবর্ধনা ও ঈদ পুর্নমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার সমাজ সেবা কার্যালয়ের উপ- পরিচালক জনাব মোঃ হাবিবুর রহমান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকদুদ হোসেন, বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সহ সভাপতি জনাব মোঃ জোসেপ আলী চৌধুরী, দৈনিক ইত্তেফাক জেলা সাংবাদিক জনাব মোঃ নজরুল ইসলাম মুহিব, সাংবাদিক দুরুদ আহমদ, জেলা দুর্নীতি মুক্তকরন ফোরামের সাংগঠনিক সম্পাদক বাবু চিনু রঞ্জন দাশ তালুকদার, ফোরামের সদস্য জনাব মোঃ বুলবুল খান সহ ফোরামের বিভিন্ন নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক গুনী নেতৃবৃন্দগন। অনুষ্ঠান শেষে ক্রেষ্ট ও ফুল আদানপ্রদান করা হয়।
এসময় এডভোকেট আলহাজ্ব মোঃ মাহবুবুল আলম শামীম বলেন, উচ্চ পর্যায়ে দূর্ণীতি বন্ধ হলে দেশে দূর্নীতি কমবে। দেশে বিভিন্ন দুর্নীতি ও দেশে আসা যাওয়া প্রবাসীদের উপর বিমানবন্দরে বিভিন্ন হয়রানি, প্রবাসীদের জমি দখল বন্দ করার জন্যে সরকারের প্রতি জোর দাবী করেন।