ভোরের জানালার কার্ণিশে ডাকা
কাকটির কর্কশ ধ্বনি কানে বাজে,
ভীষণ রকম হাহাকার করে ওঠে বুকের ভেতর।
কতটা প্রাণ বেরিয়ে গেছে ,
দৃশ্যপটে ভেসে উঠে
হাসপাতালে স্বজনের আহাজারি!
আবার কাকের সেই কর্কশ ধ্বনি!
মনে হয় লাশবাহী গাড়ির করুণ আর্তনাদ!!
সংক্রমণের ভয় ভুলে গিয়ে,
স্বপ্নের লাশের ঘরে,
সব লাশ মাড়িয়ে
আমি তোমার লাশ খোঁজেছি
আমি স্বার্থপর নই!
আমি তোমাকে খোঁজেছি!!
আমি আমার স্বজনকে খোঁজেছি