মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ইসলামী ছাত্র আন্দোলন ঝালকাঠির রাজাপুর উপজেলা শাখার আয়োজনে রিক্সা চালক, বিক্ষুক, পথিক, বুদ্ধি প্রতিবন্ধী, অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতরের দিন দুপুরে ইসলামী ছাত্র আন্দোলন রাজাপুর উপজেলা শাখার আয়োজনে শহরের রাজাপুর উপজেলা প্রেসক্লাব চত্তর থেকে শুরু করে, বাইপাস মোড়, বাঘড়ি বাজার, মেডিকেল মোড়, হাইজাক মোড়সহ বিভিন্ন এলাকায় খাবার বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজাপুর উপজেলা শাখার সভাপতি মুহাঃ আব্দুল কাইউম আশ্রাফী, সহ-সভাপতি মো. ইসহাক বিন আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. নিজাম উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মো. মহমুদুল হাসান সহ উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দরা।
Leave a Reply