খুলনা প্রতিনিধিঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার পূর্নাঙ্গ কমিটি ঘোষণা ও পরিচিতি অনুষ্ঠান আজ ১৪ ফেব্রুয়ারি রবিবার বিকাল সাড়ে তিনটায় নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ আইএবি মিলানায়তনে জেলা সভাপতি মাওলানা অধ্যাপক আব্দুল্লাহ ইমরান এর সভাপতিত্বে জেলা সেক্রেটারী হাফেজ আসাদুল্লাহ আল গালিব এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ছাত্র যুব বিষয়ক সম্পাদক চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের, বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর সেক্রেটারি শেখ মোহাম্মদ নাছির উদ্দিন ও শেখ হাসান ওবায়দুল করিম জেলা সেক্রেটারী হাফেজ মাওলানা আসাদুল্লাহ আল গালিব জেলা কমিটির নতুন দায়িত্বশীলদের নাম ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার পূর্নাঙ্গ কমিটিতে যারা রয়েছেন। সভাপতি মাওলানা অধ্যাপক আবদুল্লাহ ইমরান, সহ-সভাপতি মাওলানা মুজিবুর রহমান, সহ-সভাপতি শেখ মোঃ জামিল আহমদ, সেক্রেটারি হাঃ মাওলানা আসাদুল্লাহ আল গালিব, জয়েন্ট সেক্রেটারি মাওঃ আসাদুল্লাহ হামিদী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুবুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জাহিদুল ইসলাম, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মুফতি আশরাফুল ইসলাম, সহ-প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ নাজিম ফকির, দপ্তর সম্পাদক মাওলানা আঃ সত্তার, সহকারী দপ্তর সম্পাদক এসকে নাজমুল হাসান ,অর্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ হুমায়ুন কবির, সহকারী অর্থ ও প্রকাশনা সম্পাদক মাওলানা আবু সাঈদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা শাইখুল ইসলাম বিন হাসান ,সহ- প্রশিক্ষণ সম্পাদক মুফতি হেলাল উদ্দিন শিকারি,ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা তাওহীদুল ইসলাম মামুন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা হারুনুর রশিদ, আইন্য ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ নুরুল হুদা সাজু ,কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ মঈনউদ্দিন, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মাওলানা আশরাফ আলী, সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম ,
মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক শেখ রওশন আলী , সংখ্যালঘু বিষয়ক সম্পাদক জিএম নওশের আলী ,শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ,সদস্য মাওলানা ওমর ফারুক, সদস্য মোঃ ইসমাইল হোসেন, অনুষ্ঠানে প্রধান অতিথি নতুন কমিটির দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, সকল দায়িত্বশীলকে দায়িত্ব নিয়েই কাজ করতে হবে, ইসলাম প্রতিষ্ঠায় নিজেদের জানমাল সময় কোরবানি করে এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে।