মোঃ আশরাফুল ইসলাম খুলনা সদর প্রতিনিধিঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার মাসিক বৈঠক গত ৭ আগষ্ট শনিবারবার বিকাল ৪ টায় নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ দলীয় কার্যালয়ে জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ ইমরানের সভাপতিত্বে ও সেক্রেটারী হাফেজ মাওলানা আসাদুল্লাহ আল গালিব এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুফতি আশরাফুল ইসলাম, মাওলানা শাইখুল ইসলাম বিন হাসান, মোহাম্মদ নাজমুল হাসান, মাওলানা মুজিবুর রহমান, শেখ মোঃ জামিল আহমদ, মাওঃ আসাদুল্লাহ হামিদী মাওলানা মাহবুবুল আলম, আলহাজ্ব জাহিদুল ইসলাম, মোঃ নাজিম ফকির, মাওলানা আঃ সত্তার,মোঃ হুমায়ুন কবির, মাওলানা আবু সাঈদ, মুফতি হেলাল উদ্দিন শিকারি, মাওলানা তাওহীদুল ইসলাম মামুন, মাওলানা হারুনুর রশিদ, মোঃ নুরুল হুদা সাজু , হাফেজ মোঃ মঈনউদ্দিন, মাওলানা আশরাফ আলী, রফিকুল ইসলাম , শেখ রওশন আলী , জিএম নওশের আলী মোঃ মোঃ শফিকুল ইসলাম , মাওলানা ওমর ফারুক, মোঃ ইসমাইল হোসেন, প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় করোনাভাইরাসে মৃত ব্যক্তিদের কাফন -দাফন আক্রান্তদের অক্সিজেন সেবা ও কর্মহীন অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করার জন্য প্রত্যেক শাখাকে নির্দেশনা প্রদান করা হয়।