মোঃ আশরাফুল ইসলাম, খুলনা সদর প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত রাঙ্গামাটি পৌরসভার মেয়র প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাটি জেলার জয়েন সেক্রেটারি এবং ইসলামি যুব আন্দোলনের জেলা সভাপতি মুহাম্মদ ইসমাঈল হোসেন বৃহস্পতিবার রাতে দলীয় অফিস থেকে বাসায় ফেরার পথে দুর্বত্তের হামলার শিকার হন। এসময় সন্ত্রাসীরা তার নমিনেশনপত্র, টাকা পয়সা ছিনিয়ে নেয় এবং প্রার্থীর উপর নির্যাতন করে পুকুরে ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। মা বিষয়ে মলার প্রস্তুতি চলছে।
এদিকে রাঙ্গামাটি পৌরসভা নির্বাচনে হাতপাখার প্রার্থীর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।
আজ এক বিবৃতিতে তিনি বলেন, রাঙ্গামাটি পৌরসভার হাতপাখার মেয়র প্রার্থী মুহাম্মদ ইসমাঈলের উপর হামলা এবং দলীয় ও নির্বাচন কমিশনের ফরম, টাকা পয়সা ছিনিয়ে নিয়ে প্রার্থীকে মারধর করে অত্যন্ত খারাপ দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। তিনি বলেন, ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী যেন মনোনয়নপত্র জমা দিতে না পারে এজন্য ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরাই এধরণের কর্মকান্ড ঘটিয়েছে। তিনি নির্বাচন কমিশনকে রাঙ্গামাটি পৌরসভার ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বলেন, নির্বাচন কমিশন ঘটনার সাথে জড়িতদের খোঁজে বের করে দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে ব্যর্থ হলে ইসলামী আন্দোলন নির্বাচন বয়কট করতে বাধ্য হবে।