বিশেষ প্রতিনিধি: আজ ১৪অক্টোবর (বুধবার) সকাল ১০ ঘঠিকার সময় সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের চরমহল্লা টেটিয়ারচর বাজারের লতিফিয়া ডিপার্টমেন্টাল স্টোরের সভা কক্ষে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মসজিদ উন্নয়নের প্রজেক্টের তালিকা প্রস্তুতির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট মুরব্বী জয়নাল আবেদিনের সভাপতিত্বে ও হাফেজ শামসুর রহমানের সঞ্চালনায় শুরু হওয়া আলোচনা সভায় প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের ছাতক উপজেলা প্রতিনিধি ও চরমহল্লা ইউনিয়ন সভাপতি মাওলানা নজমুল হক নসিব। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মসজিদ উন্নয়নের তালিকা প্রস্তুতির লক্ষ্যে ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চরবাড়ুকা গ্রামের উত্তরপাড়া মসজিদ কমিটি ও গ্রামের মুরব্বিয়ানদের সাথে আলোচনা সভায় তিনি প্রধান অথিতির বক্তব্যে প্রথমেই জাতির জনক ববঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রশংসা করঃত তাঁর রুহের মাগফেরাত কামনা করেন। অতপর বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান এবং তার নির্দেশনায় প্রণিত উন্নয়নমূলক প্রজেক্টের জন্য কৃতজ্ঞতা স্বীকার করেন। তিনি উপস্থিত সকলের উদ্দেশ্য বলেন – আমি আপনাদের সহযোগিতার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর এই সেবা আপনাদের নিকট পৌঁছে দিতে চাই। আমি আশাকরি আপনারা আমাকে সর্বাত্নক সহযোগিতা করবেন। সাথে সাথে উপস্থিত গ্রামবাসী সব সময় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। মসজিদ কমিটির লোকজন তাদের দাবী-দাওয়া পেশ করলে প্রধান অথিতি বলেন -আমি আপনাদের মসজিদ পরিদর্শন করে ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নিব। তবে আপাতত আপনাদের মসজিদের নাম আমাদের ইসলামিক ফাউন্ডেশনের তালিকায় লিখে রাখলাম।
সভায় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজকের উত্তরা অনলাইন পত্রিকার সিলেট জেলা প্রতিনিধি মো আব্দুল হালিম ও হাজ্বী আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা শিহাব উদ্দীন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চরবাড়ুকা গ্রামের বিশিষ্ট মুরব্বী তছদ্দুক আলী কালাশাহ,হারুনুর রশিদ,ইলেক্ট্রিশিয়ান জালাল উদ্দীন, হা তোফায়েল আহমেদ, আব্দুল হাই,শফিকুর রহমানসহ প্রমুখ।