ফারুক আহমদ, বিশেষ প্রতিনিধি: টাকা পয়সার কোন অভাব নেই, টাকা আছে কিন্তু আমাদের ইমানের অভাব, সুতরাং ইমানকে শক্ত ও পরিপূর্ন করতে হবে-মাননীয় পরিকল্পনামন্ত্রী আগমন উপলক্ষে লামাকাজী ব্যবসায়ীবৃন্দ ও এলাকাবাসীর পক্ষ থেকে পথ সভা ও শুভেচ্ছা বিনিময়কালে প্রধান অথিতির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।
মাননীয় মন্ত্রী সুনামগন্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্হাপন করায় সুধি সমাবেশে যোগদানের জন্য যাওয়ার সময় পথ সভায় আরো বলেন চুরি চামারী বাটপারী ছাড়েন যারা এসব করে তাদেরকে প্রতিহত করুন। তিনি দুর্নিতীবাজদের এ সমাজ থেকে প্রতিহত করার আহবান জানান।
তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দুরদর্শিতায় আমাদের নিজস্ব অর্থায়নেই বিশ্বের বুকে আজ দৃশ্যমান পদ্মা সেতু, যা বাঙ্গালী জাতির জন্য বিশ্বের দরবারে উদহারণ স্বরুপ।
শনিবার ১২ ডিসেম্বর দুপুর ১২ ঘটিকার সময় সিলেটের বিশ্বনাথ উপজেলার ১নং লামাকাজী ইউনিয়নে বাস পয়েন্ট সংলগ্ন এ পথ সভা অনুষ্টিত হয়।
লামাকাজী ইউনিয় সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক জহির উদ্দিন এর পরিচালনায় ব্যবসায়ী মাসুদ আহমদ এর সহযোগিতায় বিশেষ অথিতি হিসাবে উপস্হিত ছিলেন বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আপ্তাব উদ্দিন মাস্টার, অত্র ইউনিয়নের জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এ কে এম দুলাল,
উপস্হিত ছিলেন, অত্র ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ৭নং ওয়ার্ডের সদস্য এনামুল হক এনাম। লামাকাজী ইউনিয়ন সেচ্চাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ফারুক আলী, প্রবীন মুরব্বী ফয়জুল হক, সাবেক মেম্বার খালেদ আহমদ, রাজনৈতিক ব্যাক্তি আরজ আলী, রাশেল আহমদ, মিডিয়া কর্মী, ব্যবসায়ীবৃন্দ ও এলাকার সাধারণ জনগন।