মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধিঃগরীব ও অসহায় মানুষের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য ইঞ্জি. আবুল কাসেম সীমান্ত।
ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়া উপজেলায় শনিবার (৮মে) ১হাজার অসহায় হতদরিদ্র মানুষের মধ্যে ঈদ উপহার সামগ্রী হিসেবে ৮০০শাড়ি, ২০০লুঙ্গি বিতরণ করা হয়।
ইঞ্জি. আবুল কাসেম সীমান্ত’র পক্ষে ঈদ সামগ্রী বিতরণকালে রাজাপুর ও কাঠালিয়া উপজেলায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইঞ্জি. আবুল কাসেম সীমান্ত জানান, করোনাকালে অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। দিনমজুররা নিদারুণ কষ্টে দিনযাপন করছেন। দীর্ঘদিন ঘরবন্দি থেকে মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিসহ। এমনই সময় ঈদ এসেছে আনন্দের বার্তা নিয়ে। তাই তাদের জন্য সামান্য কিছু করতে পারায় সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতেও অসহায়দের পাশে থাকার চেষ্টা করব।