এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:-
২৭ নভেম্বর রবিবার তৃতীয় ধাপের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুড়িগ্রামের ৩ টি উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামীকাল ২৮ নভেম্বর রবিবার অনুষ্ঠিত হবে।
উপজেলা গুলো হচ্ছে কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী ও ফুলবাড়ী উপজেলা।
ইউপি নির্বাচন উপলক্ষে কুড়িগ্রাম জেলা পুলিশের ব্রিফিং প্যারেড
রবিবার সকাল ৯টায় নাগেশ্বরী থানায়, সকাল ১০টায় ফুলবাড়ী থানায় এবং দুপুর ১২টায় কুড়িগ্রাম সদরে পুলিশ লাইন্স মাঠে আলাদা আলাদা ভাবে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রামের পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা। তিনি সকলের উদ্দেশ্যে বলেন নির্বাচন সুষ্ঠ ও সুন্দর পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করতে ভোট কেন্দ্র সহ নির্বাচনী এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ ও আনসার সদস্য সহ ডিউটিতে নিয়োজিত সকলকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং নির্বাচনী কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহ কেন্দ্রের আইন শৃংখলা নিয়ন্ত্রণে বিশেষ দৃষ্টি দেওয়ার জন্য কেন্দ্র ইনচার্জ দের নির্দেশ দেন।
এসময় উপস্থিত ছিলেন, মোঃ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), আল মাহমুদ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার, উলিপুর সার্কেল,
উৎপল কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, মোঃ সুমন রেজা, সিনিয়র সহকারী পুলিশ সুপার, নাগেশ্বরী সার্কেল, এ এইচ এম মাহফুজার রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার, রৌমারী সার্কেল,
ইবনুল হক, ডেপুটি কমান্ডেন্ট, জেলা আনসার, মোঃ শাহ আলম, ডিআইও-১ জেলা বিশেষ শাখা,
খান মোঃ শাহরিয়ার, অফিসার ইনচার্জ, সদর থানা, কুড়িগ্রাম, মোঃ নবীউল হাসান, অফিসার ইনচার্জ, নাগেশ্বরী থানা, রাজীব কুমার রায়,অফিসার ইনচার্জ, ফুলবাড়ী থানা,
সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসার, সাংবাদিকবৃন্দ সহ নির্বাচনী এলাকায় দ্বায়িত্বে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যগণ।