মোঃ নাঈম হাসান ঈমন ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতে ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা সংরক্ষিত আসনে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র দাখিল করলেন বর্তমান মেম্বার ও নাচনমহল ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক, সোনারতরী মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এবং নাচনমহল ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক মোঃ সাইকুল ইসলাম নান্নু তালুকদারের স্ত্রী সকলের চেনামুখ মোছাঃ নার্গীস সুলতানা বিউটি।
গত ১৮মার্চ’২১ বৃহস্পতিবার সকালে নলছিটি নির্বাচন অফিসারের কার্যালয়ের (দায়িত্ব প্রাপ্ত সমাজসেবা অফিসার) মনোনয়ন পত্র দাখিল করেন। তিনি ইতিপূর্বে ২০১৬ সালেও ৪,৫ ও ৬ নং ওয়ার্ডে বিপুল ভোটে মেম্বার নির্বাচিত হয়েছিলেন। এ সময় তিনি বলেন, স্থানীয় মেম্বার চেয়াম্যানদের এলাকার জটিল ও বড় বড় সমস্যা নিয়ে প্রায় সময়ই ব্যাস্ত থাকতে হয়, কিছু কিছু সমস্যা সমাধানের মালিক কেবল জনপ্রতিনিধিরাই। সে ক্ষেত্রে এলাকার নারীদের পারিবারিক ছোট খাটো কিছু সমস্যা নিজেই সমাধান করেছেন। তিনি মেম্বার থাকার সুবাদে এবং তাঁর স্বামী ক্ষমতাশীন দল ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্নসম্পাদক হওয়াতে অনেক আগে থেকেই হতদরিদ্র ও অসহায় মানুষের পাশে থেকে তার সাধ্যমতো সাহায্য ও সহযোগীতামূলক কাজ করে আসছেন। তিনি ইতিপূর্বে এলাকার উন্নয়নে বেশকিছু ব্রিজ, কালবার্ট, এলজিএসপি’র রাস্তা, বিভিন্ন বাড়িতে ও শিক্ষা প্রতিষ্ঠানের সংযোগ সড়ক, গভীর নলকূপ, বিভিন্ন প্রকার ভাতা, ভিজিডি,ভিজিএফ কর্মসূচী, বয়স্কদের শিক্ষার ব্যবস্থা,করোনাকালীন সময়ে সরকারি সাহায্য ছাড়াও নিজে ব্যক্তিগতভাবে সব ধরনের সাহায্য সহযোগীতা করেছেন। তার বাবার বাড়ি নিজ নির্বাচনী এলাকার খুলনা গ্রাম, দাদা ও চাচার বাড়ি ডেবরা গ্রাম, নানা বাড়ি কুড়ালিয়া গ্রাম এবং মায়ের নানা বাড়ি ও নিজের শ্বশুর বাড়ি নাচনমহল গ্রাম। এছাড়াও নির্বাচনী এলাকায় আরও অসংখ্য রক্তের আত্মীয় স্বজনরা রয়েছেন। তাই এলাকার মানুষ সবাই তাকে চিনেন এবং ভালো জানেন। এবার তার প্রতিধন্ধী নতুন প্রার্থী (বিএনপি সমর্থক) ১জন থাকলেও তিনি এলাকার মানুষের কাছে অনেকটাই অপরিচিত। যদিও প্রতিধন্ধী হিসাবে তিনি কাউকেই ছোট করে দেখছেন না। এছাড়াও গত নির্বাচনে তার প্রতিধন্ধী দুই প্রার্থীই তাকে প্রাকাশ্যে সমর্থন দিয়েছেন। তিনি আশা প্রকাশ করে জানান সুষ্ঠু ও অবাধ নির্বাচন হলে পুনরায় বিপুল ভোটে বিজয় লাভ করবেন ইনশাআল্লাহ। এ বিষয়ে তিনি আরও জানান কাজ করলে ভুল -ত্রুটি হতেই পারে কারণ মানুষই ভুল হয়, মানুষ ফেরেস্তা নয় তাই তিনিও এর উর্ধ্বে নন। আগামীতে তিনি সুযোগ পেলে সকলকে সাথে নিয়ে কাজ করবেন তাই তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন এবং তাকে আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে বিপুল ভোটে নির্বাচিত করার উদারত্ব আহবান ও অনুরোধ জানিয়েছেন।