বিশ্বনাথ প্রতিনিধি :
পুরনো হতাশাকে পেছনে ফেলে আবারও নতুন সম্ভাবনা আর স্বপ্নের জাল বোনা- এটাই প্রকৃতির নিয়ম। প্রতিদিনই ওঠে নতুন সূর্য। কিন্তু আজকের সূর্য জানান দিয়েছে, আসছে আরও একটি নতুন বছর। স্বাগত ২০২৪। স্বাগত নতুন বছর। শুভ হোক নতুন বছরের আগমন। মহাকালের আবর্তে বিলীন হলো ২০২৩ সাল।
নতুন বছরে এক শুভেচ্ছা বার্তায় যুক্তরাষ্ট্র প্রবাসী, এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টি ফোর ডটকম অনলাইন নিউজ পোর্টালের পৃষ্ঠপোষক, উদীয়মান তরুণ সমাজসেবক শিক্ষানুরাগী গোলাম শাহ জামাল বাবলু বলেন, বিশ্বনাথ বাসীসহ সর্বস্থরের মানুষের কল্যান কামনা করি। সবার জীবনে বয়ে আসুক সুখ, সমৃদ্ধি ও শান্তি। ইংরেজি নতুন বছরে আঁধার কেটে আলো আসবে সকলের জীবনে এমনটাই প্রত্যাশা আমার। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন।