নাহিদ হাসান নওগাঁ প্রতিনিধি:
আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষা খাতে ব্যপক উন্নয়ন সাধিত হয়েছে বলে মন্তব্য করেছেন নিয়ামতপুর উপজেলার পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) নিয়ামতপুর উপজেলার নিয়ামতপুর পাইলট উচ্চ বিদ্যালয়,ভাবিচা ইউনিয়নের মালঞ্চি উচ্চ বিদ্যালয় ও নিয়ামতপুর উওরা মডেল স্কুলে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে এ কথা বলেন তিনি।
এই সময় স্থান ভেদে আরো উপস্থিত ছিলেন,নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ মোরশেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, নিয়ামতপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রহমান নঈম, ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিন্টু সরকার, নিয়ামতপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি জমশেদ এবং সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকগন সহ স্থানীয় ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্য উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ আরো বলেন,
বাংলাদেশের শিক্ষার্থীরা খুবই মেধাবী, তাদের একটু সুযোগ দিলে তারা দেশে পড়াশোনা শেষ করে বিদেশ থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে আসতে পারে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণ করতে হলে ছাত্র-ছাত্রীদের সোনার ছেলে-মেয়ে হিসেবে গড়ে উঠতে হবে। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে, তখনই দেশে শিক্ষার হার ও মান বৃদ্ধি পায়।