আব্দুল কাইয়ুমঃ
গত ২৩শে জুলাই বিশ্বনাথের শ্রীধরপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় মারাত্মক আহত বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সদস্য ছালেক উদ্দিন কে দেখতে আজ পহেলা আগষ্ট তাঁর শ্রীধরপুর গ্রামের বাড়িতে যান বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
ঘটনার সুত্রমতে, পূর্ব বিরোধের জের ধরে এ হামলায় সাংবাদিক ছালেক উদ্দিন সহ তাঁর পরিবারের মোট ৭ জন সদস্য গুরুতর আহত হন। আহতদের তাৎক্ষনিক সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। আহতরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলে সহকর্মী সাংবাদিকবৃন্দ আজ তাকে দেখতে যান।
আহত ছালেক উদ্দিনের মাথায় মারাত্মক আঘাত প্রাপ্ত হওয়ায় তার বাক শক্তি নিস্কিয় রয়েছে। ডাক্তারের পরামর্শে পারিবারিক ভাবে গভীর পর্যবেক্ষনে রয়েছেন এমনটি দেখা গেছে।
এসময় ছালেক উদ্দিনের শারিরিক খোঁজখবরের বিষয়টি জানতে চাইলে তাঁর স্ত্রী কান্নাভেজা কণ্ঠে বলেন. আজ ৮ দিন যাবৎ তিনি শয্যাসায়ী। মাথার আঘাতে প্রচুর রক্তক্ষরণের ফলে তিনি কথা বলার শক্তি হারিয়ে ফেলেছেন। অচেতন অবস্থায় তরল খাবার খাইয়ে তাকে বাঁচিয়ে রাখার চেষ্ঠা করে যাচ্ছি। তাঁর মাথায় ধারালো অস্ত্রের কঠিণ আঘাতে শরীরের অন্যান্য নার্ভগুলো কাজ করছেনা, কখন করবে এর কোনো সঠিক জবাব আমরা জানিনা। নির্দয় ভাবে তাকে যারা আক্রমন করে আহত করেছে তাদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এ কে এম তুহেম, সহ-সভাপতি মজলু মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. সায়েস্তা মিয়া, দপ্তর সম্পাদক কবি এস.পি সেবু, নির্বাহী সদস্য অজিত চন্দ্র দেব, সদস্য আব্দুল কাইয়ুম ও আল্তাব হোসেন।