সাজ্জাদুর রহমান, জয়পুরহাট প্রতিনিধিঃ ১লা আগষ্ট ২০১৭ সাল। হাঁটি হাঁটি পা পা করে পথচলা শুরু হয় “আস্থা রক্তদান সংস্থা, বগুড়া” নামের স্বেচ্ছাসেবী এই সংগঠনটি।
৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ ফরহাদ হোসেন বলেন, “আস্থা রক্তদান সংস্থা প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্নভাবে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে। যার মধ্যে অন্যতম স্বেচ্ছায় রক্তদান করা। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে, সমাজের অসহায় গরীব দুঃখী মানুষের পাশে দাড়ানোর পাশাপাশি পথশিশুদের নিয়ে কাজ করা। আস্থা রক্তদান সংস্থা দেশের যেকোন সংকটময় পরিস্থিতি মোকাবেলার জন্য সদা প্রস্তুত থাকবে। দেশের কৃষ্টি ও সংস্কৃতির সাথে তালমিলিয়ে তারুণ্যের উদ্দীপনায় সত্য ও শান্তির পথে এগিয়ে যাওয়ার নিত্য প্রয়াস।”
সংগঠনটি ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে আজকে পূর্ণাঙ্গ নতুন কমিটি ঘোষণা করা হয়। অত্র কমিটি আগামী ১বছর অর্থাৎ ০১/০৮/২০২১ ইং তারিখ হইতে ৩১/০৭/২০২২ ইং তারিখ পর্যন্ত বলবৎ থাকবে।
সংগঠনের নতুন কমিটি তে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন সংস্থার প্রতিষ্ঠাতা ফরহাদ হোসেন, এছাড়াও সভাপতি: রাজু আহম্মদ আরিফ, সহ-সভাপতি: তানভীর আহম্মেদ, সাধারণ সম্পাদক: ইমরান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদকঃ সাজ্জাদুর রহমান, সাংগাঠনিক সম্পাদক: আক্তারুজ্জামান রকি, সহ-সাংগাঠনিক সম্পাদক: তোসাদ্দেক হোসেন, অর্থ সম্পাদক: আল আমিন,
সহ-অর্থ সম্পাদক: সাবেদুর রহমান সাবু, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদকঃ সাকিব প্রধান, সহ- প্রচার প্রকাশনা বিষয়ক সম্পাদক: ফাহাদ বিন সাবিত, দপ্তর সম্পাদক: মানিক মিয়া, সহ-দপ্তর সম্পাদক: নাছিম উদ্দিন, শিক্ষা,প্রশিক্ষন ও গবেষনা বিষয়ক সম্পাদক: ইব্রাহিম প্রধান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদকঃ আব্দুস সামাদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: মোঃ আতাউল হাসান, মহিলা বিষয়ক সম্পাদিকা: মোছা: লাকী সুলতানা, ক্রীড়া সম্পাদক: মজিরুল ইসলাম সিহাব।
অত্র সংগঠনের নতুন সভাপতি রাজু আহম্মদ আরিফ মতামত প্রদান করে বলেন, “যেহেতু আমাদের কাজ হচ্ছে, স্বেচ্ছাসেবক হিসেবে মানুষের সেবার জন্য সবসময় সবার পাশে থাকা। তাই সব সময় সকলে সম্মিলিত ভাবে আমাদের সংগঠনের সার্বিক দিকগুলো পরিচালনা করবো এবং গোটা দেশব্যাপী আমাদের সংস্থার কার্যক্রমকে ছড়িয়ে দিতে ঐক্যবদ্ধভাবে সবাই কাজ করবো।