এশিয়ান এক্সপ্রেস ডেস্কঃ
বন্যা কবলিত আসামের স্বাভাবিক জনজীবন এখন বিপর্যস্ত। ২৯টি জেলার ১৬ লক্ষের ও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় আরও ৮ জন প্রাণ হারিয়েছেন। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ৪৬। ৩ জন নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া গেছে । রাজ্য জুড়ে ৩৯ হাজার ৪শত হেক্টরের ও বেশি জমির ফসল বন্যার জেরে নষ্ট হয়েছে। ব্রক্ষপুত্র, বরাক ও বুড়িডিহিং নদীর জল বিপদ সীমার ওপর দিয়ে বইছে। গত ২৪ ঘন্টায় ১০০ টি সড়ক, ১১টি বাঁধ ও ১৪ টি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বশর্মা ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলাস্তরের আধিকারিকদের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করেন। বন্যা দুর্গতদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন তিনি। ১৫ আগস্টের আগে ক্ষতিপূরণের অর্থ তাঁদের হাতে তুলে দেওয়া হবে।