এশিয়ান ডেস্ক:
সাধারণ নির্বাচন ও উন্নয়ন একান্তই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এতে ভারত কোনও হস্তক্ষেপ করবে না। বাংলাদেশের জনগণই তাদের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। এমন বার্তাই ওয়াশিংটনকে দিয়েছে দিল্লি। সবমিলিয়ে ভারত- প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রের নির্বাচনের ক্ষেত্রে বর্তমান মার্কিন নীতি এই অঞ্চলে চীনের আধিপত্য বাড়বে বলে ভারত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। আমেরিকা ও ভারতের মধ্যে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে দিল্লির পক্ষ থেকে এই বার্তা দেওয়া হয়। শুক্রবার (১০ নভেম্বর ) দিল্লিতে আমেরিকা ও ভারতের মধ্যে পঞ্চম প্রতিরক্ষা ও বিদেশমন্ত্রী পর্যায়ের ” টু প্লাস টু বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এবং বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিদেশমন্ত্রী ড, এস জয়শংকর। বৈঠকে দুইদেশ নিজ নিজ অগ্রাধিকার ও ভূরাজনৈতিক কৌশল এবং সহযোগিতা নিয়ে আলোচনা করে। বৈঠকের পর ভারতের বিদেশ সচিব বিনয় কোয়েত্রা ও প্রতিরক্ষা সচিব গিরিধর আরমানে সংবাদ সম্মেলন করেন। বৈঠকে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন ও সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান কোয়েত্রা। ভারতের বিদেশ সচিব বলেন, ঘনিষ্ঠ বন্ধু ও অংশীদার হিসেবে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান করে ভারত। সেই সঙ্গে স্থিতিশীল, শান্তিপূর্ন ও প্রগতিশীল দেশে হিসেবে গড়ে উঠতে বাংলাদেশের জনগণের যা আকাঙ্ক্ষা ও পরিকল্পনা রয়েছে তাতে ভারত সহযোগিতা করে যাবে।
Leave a Reply