আব্দুল হালিম,বিশ্বনাথ ( সিলেট) প্রতিনিধি
অদ্য ২২ মার্চ, বাদ আসর, প্রীতিগঞ্জ বাজার আনজুমানে আশিকানে মুস্তফা (সা.) পরিষদের কার্যালয়ে প্রায় ১০ টি গ্রামের ৫০ জন অসহায় পরিবারকে ১কেজি করে তেল,ছানা,ডাল,খাজুর, পেয়াজ, ৬কেজি চাল ইত্যাদি ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের প্রতিষ্ঠাতা,হযরত মাওলানা শফিকুর রহমান (মাঃদাঃ)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জননেতা মাওলানা হাবিবুর রহমান সাহেব, সিলেট পশ্চিম জেলা তালামীযের প্রশিক্ষণ সম্পাদক রাজন আহমদ।
পরিষদের সভাপতি মাওলানা আব্দুল করিমের সভাপতিত্বে,সাধারণ সম্পাদক মোঃ বায়েজীদ আহমদ এর পরিচালনায় শুরু হওয়া অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন অত্র পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল হালিম।
এসময় উপস্থিত ছিলেন প্রীতিগঞ্জ বাজার কমিটির সভাপতি মোঃ আব্দুল গফুর, মুয়াজ্জিন রাহিদ আলী,পরিষদের সহ সভাপতি মোঃ বিলাল আহমদ, আক্তার হুসেন, সহ সাধারণ সম্পাদক হুসাইন মোঃ ওয়াছির, সাংগঠনিক সম্পাদক হাফিজ আব্দুল ফাত্তাহ, সহ সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান, অর্থ সম্পাদক জামাল আহমদ, অফিস সম্পাদক মোঃ হাবিবুর রহমান, সহ অফিস সম্পাদক মোঃ আবু বক্কর তালুকদার, প্রচার সম্পাদক মোঃ ইউসুফ আলী সুজন, সহ প্রচার সম্পাদক জাকির হোসেন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আল আমিন সুমন সহ আরও প্রমুখ।