আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের, শোভনালী বিলে, নিজেদের মৎস্য ঘেরে চন্দ্রশেখর সরকার (২৫) নামের এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৯ অক্টোবর) সকালে ঘেরের বাসার পাশেই লাশটি ভাসমান ছিল।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম কবির ঘটনা নিশ্চিত করে জানান, এটা হত্যা নাকি অন্যকিছু তা এখনও নিশ্চিত করা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রতিবেশীরা জানান, অন্যান্য দিনের মত রোববার রাতেও চন্দ্রশেখর শোভনালী বিলে তাদের নিজেদের মৎস্য ঘেরের বাসায় ঘুমিয়ে ছিল, রাতের কোন এক সময় তার মৃত্যুর ঘটনা ঘটেছে।
মৃত্যু কলেজ ছাত্র চন্দ্রশেখর শোভনালী গ্রামের শংকর সরকারের ছেলে এবং সাতক্ষীরা সরকারি কলেজ থেকে অনার্স শেষ করেছেন।
Leave a Reply