বিশ্বনাথ প্রতিনিধিঃ বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নে আল-ফুরকান ট্রাস্টের উদ্যোগে ঈদ সামগ্রী, নগদ টাকা বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ১১ মে ২০২১ ইং রোজ মঙ্গলবার দেওকলস ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতি বৎসরের ন্যায় এই বৎসর ও রমজানের ঈদে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ এবং ইফাতার মাহফিল সম্পন্ন করা হয়।
অনুষ্ঠানে আলোচনা পর্বে বক্তারা বলেন কোরানের খেদমত এতিমদের লালন পালন রাসুলের করিম স: এর পথ অনুসরণ করে আমাদের পথ চলা। মানবতার কল্যানে কাজ করাই আমাদের মুল উদ্দেশ্য। মানবতার কল্যাণে দক্ষিন -পশ্চিম বিশ্বনাথে এক যুগ ধরে কাজ করে যাচ্ছে এ সংগঠন। মাদরাসা ও এলাকার অসহায় দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে আর্থিক ও মানবিক সেবা নিয়ে সবসময় এলাকাবাসীর পাশে থাকার চেষ্টা করছে এই সংগঠন । আল-ফুরকান ট্রাস্ট এর পরিবারের সদস্যের পাশাপাশি এলাকার ধনী মধ্য বৃত্তরা তাদের সক্রিয় ভুমিকা পালন করছেন একসাথে ।

ইফতার মাহফিলে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সুরত উদ্দিন শিকদার। মুজাহিদুল ইসলামের স্বাগত বক্তব্যে পর বক্তব্য রাখেন দেওকলস মাইজগ্রাম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা লুৎফুর রহমান। মিসবাহুল উলুম দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা সাইদুল ইসলাম, দেওকলস ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার সহ-সভাপতি ছুবা মিয়া, দেওকলস ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফিজ মুহিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন দেওকলস গ্রামের প্রবীণ মুরব্বি হাজী মুখলিছুর রহমান , হাজী আব্দুল গফুর, আইয়ুব আলী , মাস্টার ইমরানুজ্জামান, জমির আলী,হাজী ছইল মিয়া সাবেক ইউ.পি মেম্বার ছৈয়দ মান্দারুকা। ৭নং ওয়ার্ড দেওকলস এর মেম্বার কিরণ, দেওকলস গ্রামের প্রবীণ মুরব্বি কাঁছা মিয়া, আব্দুন নূর, লাখন মিয়া, হাফেজ কামাল উদ্দিন, কারী কাওছার আহমেদ, মাসুম আহমদ মারুফ। লুৎফুর রহমান, কারী সাইফুর রহমান, হাফেজ কারী মাহমুদ রহমান, মোহাম্মদ আবিদুর রহমান, মতিউর রহমান মুনিম, মনসুর রহমান প্রমুখ।
আল-ফুরকান ট্রাস্ট ইউ কে’র প্রতিষ্টাতা পরিচালক জনাব আলহাজ্ব খালিছুর রহমান, অন্যতম দাতা সদস্য হাজী খলিলুর রহমান, মোছাঃ সাহিদা খানম, রাজিয়া খাতুন সহ দাতা সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ইফতার পূর্ব মুহূর্তে বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমানদের জন্য বিশেষ মুনাজাত করা হয়। পরে সর্বসাধারণকে নিয়ে অতিথিগণ ইফতার করেন।