ডেস্কঃ
পেটের দায়ে কাঠকুড়াতে গিয়ে হাতির হামলায় ৩ মহিলার মৃত্যু হয়েছে । আহত হয়েছেন আরও ১ জন।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর ) বিকেলে এ মর্মান্তিক ঘটনার সাক্ষী হল ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের জলদাপাড়া জাতীয় উদ্যানের চিলাপাতা রেঞ্জ এলাকা। নিহতেরা হলেন রেখা বর্মন, চাঁদমণি ওঁরাও এবং সুখমণি লোহার। প্রত্যেকেই দক্ষিণ মেন্দাবাড়ির বাসিন্দা। মোট ৪ মহিলা বৃহস্পতিবার (১২ ডিসেম্বর ) দল বেঁধে জলদাপাড়া জাতীয় উদ্যানের চিলাপাতা রেঞ্জে কাঠ কুড়োতে যান। আচমকা হাতির হামলায় শিকার হন তাঁরা। কিছু বুঝে ওঠার আগে হাতি ছিন্নভিন্ন করে দেয় তাঁদের শরীর। ঘটনাস্থলেই প্রাণ হারান ৩ জন। একমহিলা কোনওক্রমে প্রাণে বাঁচেন। আহত নিমাচাড়োয়া দক্ষিণ মেন্দাবাড়ির বাসিন্দা। ওই মহিলা গুরুতর আহত অবস্থায় জেলাসদর হাসপাতালে চিকিৎসাধীন। এঘটনার পর থেকে জলদাপাড়া জাতীয় উদ্যানের চিলাপাতা রেঞ্জ এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।