বার্তা বিভাগঃ
সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের সভাপতি, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, বিশ্বনাথ সরকারি কলেজসহ অসংখ্য প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, উপজেলার সর্বজন শ্রদ্ধেয় প্রবীন মুরব্বী আলহাজ্ব পংকি খান (৭৫) ইন্তেকাল করেছেন ।
তিনি গতকাল শনিবার (১১ জুন) বিকেল সাড়ে ৬টার সময় সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আলহাজ্ব পংকি খানের মৃত্যুর খবরে বিশ্বনাথ সহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।
আজ ১২ জুন রোববার বেলা আড়াইটায় পৌর শহরের দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসা (আলীয়া মাদ্রাসা) প্রাঙ্গনে মরহুম আলহাজ্ব পংকি খানের জানাযার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিকে পংকি খানের মৃত্যুতে বিভিন্ন পেশাজীবি সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব পংকি খানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন, বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক, সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবী, এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টিফোর ডটকম অনলাইন নিউজ পোর্টাল এর উপদেষ্টা, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ।
তিনি এক শোকবার্তায় মরহুম পংকি খানের আত্মার মাগফেরা কামনা করে তাঁর শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সকলকে ধৈর্য ধারণের আহবান জানিয়েছেন।
Leave a Reply