বার্তা বিভাগঃ সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী ০১নং লামাকাজি ইউনিয়নের খাজাঞ্চি গাও গ্রামের কৃতিসন্তান উত্তর বিশ্বনাথ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওয়াহিদ খিজিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসরত বাঙ্গালী কমিউনিটির পরিচিত মুখ সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্টের সহ-সভাপতি, এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টিফোর ডটকম অনলাইন নিউজ পোর্টালের পৃষ্ঠপোষক খাজাঞ্চী ইউনিয়নের ঘাসিগাঁও নিবাসী বিশিষ্ট সমাজ সেবক গোলাম শাহ নেওয়াজ শিবলু।
আব্দুল ওয়াহিদ খিজির গতকাল ১৪/৭/২০২১ ইং রাত ৩.৩০ ঘটিকার সময় তাঁর নিজ গ্রামের বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।
মরহুম আব্দুল ওয়াহিদ খিজিরের জানাজার নামাজ আজ বেলা ২ ঘটিকার সময় খাজাঞ্চী গাও ঈদগাহ মাঠে অনুষ্ঠিতের পর তার দাফন সম্পন্ন হয়েছে।
মরহুম আব্দুল ওয়াহিদ খিজিরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর হাতে গড়া অসংখ্য ছাত্র/ছাত্রী ও গুণগ্রাহী ব্যক্তিবর্গ সমাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন ভাবে শোক প্রকাশের পাশাপাশি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।
তারই ধারাবাহিকতায় এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টিফোর ডটকমে পাঠানো এক শোকবার্তায় গোলাম শাহ নেওয়াজ শিবলু বলেন, আমরা আজ একজন আদর্শ শিক্ষককে হারালাম। তিনি আমার শ্রদ্ধেয় স্যার ছিলেন। স্যারের মৃত্যু আমাকে দারুণ ভাবে শোকাহত করেছে। আমি স্যারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। পাশাপাশি পরিবারের সবার প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ পাক যেন স্যারকে জান্নাতবাসী করে নেন।