বার্তা বিভাগঃ সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী ০১নং লামাকাজি ইউনিয়নের খাজাঞ্চি গাও গ্রামের কৃতিসন্তান উত্তর বিশ্বনাথ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল ওয়াহিদ খিজিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাজ্য ডসেটের স্থায়ী বাসিন্দা, ডরসেট আওয়ামীলীগের অন্যতম সদস্য, এসএমএস মিডিয়া লিঃ এর চেয়ারম্যান, সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকের প্র্রতিষ্ঠাতা সভাপতি, এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টিফোর ডটকম অনলাইন নিউজ পোর্টালের উপদেষ্টা, খাজাঞ্চী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আহমেদ সেলিম।
আব্দুল ওয়াহিদ খিজির গতকাল রাত ৩.৩০ ঘটিকার সময় তাঁর নিজ গ্রামের বাড়িতে ইন্তেকাল করেন।
মরহুম আব্দুল ওয়াহিদ খিজিরের জানাজার নামাজ আজ বেলা ২ ঘটিকার সময় খাজাঞ্চী গাও ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে বলে মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে।
মরহুম আব্দুল ওয়াহিদ খিজিরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর হাতে গড়া অসংখ্য ছাত্র/ছাত্রী ও গুণগ্রাহী সমাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন ভাবে শোক প্রকাশের পাশাপাশি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।
এরই ধারাবাহিকতায় এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টিফোর ডটকমে পাঠানো এক শোকবার্তায় আহমেদ সেলিম বলেন, আজ আমরা একজন আদর্শ শিক্ষককে হারালাম । একজন আদর্শ শিক্ষকই জাতির মেধা গড়ার কারিগর। শিক্ষকের মেধাশ্রমই জাতির অমূল্য সম্পদ।তিনি আমার শ্রদ্ধেয় স্যার ছিলেন। স্যারের মৃত্যু আমাকে দারুণ ভাবে মর্মাহত করেছে। আমি স্যারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। পাশাপাশি পরিবারের সবার প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং সবাইকে ধৈর্য্য ধরার আহবান করছি।