বিশ্বনাথ প্রতিনিধিঃ
বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি আবু মনসুর কে সম্মাননা ও স্মারক প্রদান করেছে বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশন। ৫ জানুয়ারী শুক্রবার দুপুরে এ সম্মাননা প্রদান করা হয়।
বিশ্বনাথের সন্ধানী ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর ডাইরেক্টর, বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি, বিশ্বনাথ স্পোর্টস অরগানাইজেশন ইউকে’র ট্রেজারার সাবেক ক্রিকেটার যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আবু মনসুর দেশে সংক্ষিপ্ত সফরে আসলে উপজেলা ক্রিকেট এসোসিয়েশন এর বর্তমান কমিটি তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সম্মাননা স্মারক প্রদান করেন এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
ক্রিকেট এসোসিয়েশন এর পক্ষে সভাপতি আরব শাহ, সহ-সভাপতি এ কে এম তুহেম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রুকন, সহ-সাধারণ সম্পাদক আবিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সাব্বির, অর্থ সম্পাদক ইমাদুর রহমান এসময় উপস্থিত ছিলেন।
বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি সংগঠক আবু মনসুর ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমি ক্রিকেট এসোসিয়েশন এর প্রতি সবসময় মনযোগী। যেকোনো প্রয়োজনে আমাকে পাশে পাবেন। এ সময় ক্রিকেট এসোসিয়েশন এর নেতৃবৃন্দ কে নিয়ে দুপুরের মধ্যাহ্নভোজ করেন আবু মনসুর ।