বার্তা বিভাগঃ
সিলেটের জননন্দিত মুফাস্সীরে কোরআন হাজার আলেমের ওস্তাদ, বিশ্বনাথ উপজেলার ১নং লামাকাজী ইউনিয়নের সৎপুর গ্রামের কৃতিসন্তান হযরত মাওলানা আবু তায়্যিব সৎপুরির ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন, আর- রাহমান এডুকেশন ট্রাস্ট ইউ কে’র ভাইস চেয়ারম্যান, শরীয়া কাউন্সিল মিডল্যনড ইউকের চেয়ারম্যন মাওঃ হাকিম আব্দুল গফফার সহ উলামা কাউন্সিল নেতৃবৃন্দ।
গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় মাওঃ হাকিম আব্দুল গফফার ও নেতৃবৃন্দ মরহুম আবু তায়্যিব সৎপুরির বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আজ ২১ শে ফেব্রুয়ারী ২০২৩ ইং মঙ্গলবার দুপুরে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। বাদ এশা মরহুম মাওলানা আবু তায়্যিব সৎপুরির নামাজে জানাজ সৎপুর কামিল মাদ্রাসা প্রাঙ্গণে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লীদের উপস্থিতি অনুষ্ঠিত হয়েছে।