বার্তা বিভাগঃ
পৃথিবীর আলোতে তুমি মানুষ হও, দৃপ্ত জ্ঞানে তুমি মানবতার নাম মুখে লও।‘ ১৭ নভেম্বর ২০২১ইং রোজ বুধবার, আজ আমাদের আফনান আহমেদ জয়’র দ্বিতীয় জন্ম বার্ষিকী। এই দিনে সে আলোর ধরাতে প্রজ্জ্বলিত হয়েছে আমাদের কোলে। মানুষ হয়ে এসেছে মানুষের তরে এই কামনায় করছি ফরিয়াদ মাওলার কাছে তুমি মানুষের মত মানুষ করিও ভবে। কখনো না হয় যেন পথ হারা, সু-শিক্ষার দীক্ষায় যেন থাকে মাতোয়ারা।’ দেশে বিদেশে অবস্থানরত বন্ধু বান্ধব, আত্মীয়-অনাত্মীয়, কাছের দুরের সবার কাছে আফনানের জন্য দোয়ার দরখাস্ত কামনা করছি।
এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টিফোর ডটকম পরিবারের পক্ষ থেকে আফনানের জন্য শুভ জন্মদিনে শুভ কামনা ও অনেক অনেক ভালোবাসা জ্ঞাপন করছি। আগামীর কঠিন পথ মসৃন ও অমলিন হোক এই প্রত্যাশা নিরন্তর।
যুক্তরাজ্য প্রবাসী ডরসেট আওয়ামীলীগের অন্যতম সদস্য, বৃটেনের জনপ্রিয় ব্যবসায়ী, সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা, এসএমএস গ্রুপ লিঃ এর চেয়ারম্যান, এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টিফোর ডটকম অনলাইন নিউজ পোর্টাল এর চেয়ারম্যান, বিশিষ্ট দানবীর সেলিম জে আহমেদ এর চতুর্থ সন্তান আফনান আহমেদ জয় এর আজ দ্বিতীয় জন্ম বার্ষিক উদযাপন উপলক্ষে লন্ডনে তার পারিবারিক বাসভবনে ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নিকটাত্মীয় ও পরিচিতজনেরা অংশগ্রহণ করেন। কেক কাটার মধ্য দিয়ে আফনানের জন্ম দিন অনুষ্ঠান পালন শেষে উপস্থিত সবাইকে কে নিয়ে এক উৎসব মুখর পরিবেশে ভোজের আনুষ্ঠানিকতা সমাপন করা হয়েছে।
পিতা-মাতা সকলের নিকট তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া কামনা করেছেন।