এ কে এম তুহেমঃ
বিশ্বনাথে আন নিয়ামাহ এডুকেশন ট্রাস্ট এর উদ্যোগে জটিল রোগে আক্রান্ত ও প্রতিবন্ধীদের মাঝে দেড় লক্ষ টাকা ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে । পাশাপাশি প্রবাসীকে সংবর্ধনা প্রদান করা হয়।
জামেয়া ইসলামিয়া হাজী আব্দুছ ছাত্তার মহিলা মাদ্রাসা ও নতুন কুড়িঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিমুলতলার প্রতিষ্ঠাতা, রাম সুন্দর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক বিশ্বনাথের জীবন্ত কিংবদন্তি শিক্ষার আলোক বর্তিকা মাদ্রাসার ফাউন্ডার ও প্রিন্সিপাল এম আবুল হাশেম বিএসসি কর্তৃক পরিচালিত আন নিয়ামাহ উইমেন্স এডুকেশন ট্রাস্ট ইউকে’তে দেড় লক্ষ টাকা প্রদান করেন বিএসসি’র বড় মেয়ের জামাই যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব আমিন আলী রিপন।
হাজী আব্দুছ ছাত্তার মহিলা মাদ্রাসা পরিচালনা কমিটির মাধ্যমে ১১ নভেম্বর ২৩ ইং শনিবার দুপুর ১২ ঘটিকায় মাদ্রাসার হলরুমে মজলিসে সুরাহ্ সভাপতি হাজী আব্দুল হক এর সভাপতিত্বে জামেয়ার অনারারী ট্রাস্টি মিডিয়া ডিপার্টমেন্ট এ কে এম তুহেম’র পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাদ্রাসার অনারারী পেট্রন অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউ কে’র ফাউন্ডার সেক্রেটারি, গ্রেটার সিলেট ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট কাউন্সিল দি সাউথ রিজনের বর্তমান সেক্রেটারি, প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মাকরাম আলী আফরুজ।
এসময় উপস্থিত প্রধান অতিথি ও সবার উদ্দেশ্যে মাদ্রাসার ছাত্রীরা তাদের বিভিন্ন পারফরম্যান্স করেন এর মধ্যে ইংরেজি বক্তব্য, গজল, আরবি তেলাওয়াত বাংলা তরজমা ইত্যাদিতে ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করেন।
স্বাগত বক্তব্য রাখেন জামেয়া ইসলামিয়া হাজী আব্দুছ সাত্তার মহিলা মাদ্রাসার নায়েবে মুহতামিম মাও: সালিম আহমদ।
বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন মজলিসে সূরা অত্র মাদ্রাসার ভাইস প্রেসিডেন্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন,
শিমুলতলা মহিলা মাদ্রাসার পৃষ্ঠপোষক পরিষদের সদস্য ও জামেয়া মোহাম্মদিয়া মাদ্রাসার নায়েবে মুহতামিম হযরত মাওলানা ফয়জুর রহমান দা: বা:।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক মেম্বার তৈয়ব আলী , মাদ্রাসার ট্রেজারার আলহাজ্ব আব্দুর রহমান, সেক্রেটারি আকবর হোসেন কিসমত।
অন্যান্যের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষক রেজাউল হক রাজু, মো: আলতাব আলী, আনোয়ার আলী, সানুর মিয়া,আব্দুল গফুর, মুহিবুর রহমান , কামাল হোসেন, ফজর আলী, নাজিম উদ্দীন, ফারুক উদ্দিন, রপিক উদ্দিন, আছাব আলী প্রমুখ ।